পটিয়ার বড়লিয়ায় সৈয়দ আহনাফ মোরশেদ সাদি দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে হরিণখাইন ক্রিকেট একাদশ। শুক্রবার রাতে পূর্ব বাড়ৈকাড়া মৌলভীহাটস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিণখাইন ক্রিকেট একাদশ ৫ উইকেটে পটিয়া শেখ কামাল স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন মো. মফিজ।
ম্যান অব দ্যা সিরিজ হন বিজয়ী দলের মো. তুষার। সেরা বোলার নির্বাচিত হন মো. মোর্শেদ, সেরা কিপার মো. সাগর ও সেরা ব্যাটারের পুরস্কার লাভ করেন মো. রিয়াদ। খেলা শেষে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি সংসদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম সানু। এতে বিশেষ অতিথি ছিলেন ইকবাল চৌধুরী, উজ্বল চৌধুরী চন্দন, ইউনুচ তালুকদার, মো. দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মামুন রশিদ, সুলতান আহমদ, রাশেদ বিন কাদের চৌধুরী প্রমুখ।