পটিয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি (দিবা-রাত্রি) ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে সৈয়দ কুতুব শাহ্ ক্রিকেট একাদশ। তারা ৫ উইকেটে জিরি ইউনিয়ন একাদশকে পরাজিত করে। গত রোববার রাতে উপজেলার পূর্ব বাড়ৈকাড়া মৌলভীহাটস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৈয়দ মোরশেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন আরাফাত হোসেন চৌধুরী, মোশারফ হোসেন মাসুদ, মোহাম্মদ আলমগীর, শাহ্ আলম।












