পটিয়ার হরিণখাইনে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম হরিণখাইন একতা সংঘের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে জিরি পারফেক্ট বয়েজ ক্লাব বনাম উত্তর হরিণখাইন ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে উত্তর হরিণখাইন ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জিরি পারফেক্ট বয়েজ ক্লাব। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মোহাম্মদ হৃদয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউপি মেম্বার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। উদ্বোধক ছিলেন হেলাল উদ্দিন বাহার, বক্তব্য রাখেন ইউসুফ খান। বিশেষ অতিথি ছিলেন শেখ মো. মাসুদ, শাহ আলম, মো. আলমগীর, মো. মফিজ, সাদ্দাম হোসেন, মনির চৌধুরী, জসিম সওদাগর, মো. আনোয়ার, রিয়াদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মো. সোয়েব।