পটিয়ার যুবদল নেতা মোকাম্মেল বহিষ্কার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি পটিয়ার মোকাম্মেল হক তালুকদারকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গত সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতিআদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোকাম্মেল হক তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন ও কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো প্রকার অপকমের্র দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১৫ আসনের ৮৬ ভোটকেন্দ্রের ওপর আপত্তি শুনানি কাল
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টির সাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ