পটিয়ার কুসুমপুরায় বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, চিটাগং লিজেন্ড ও চিটাগং মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বিনামূল্যে চক্ষু শিবির, বিনামূল্যে চশমা বিতরণ, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস সচেতনতা, ডেঙ্গু এবং চিকনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা, এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার বিতরণ, কুসুমপুরা হাই স্কুলের এসএসসি ২০২৫ এর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদানসহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কার্যক্রম চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি ৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। অনুষ্ঠানে সিনিয়র গভর্নর এডভাইজারস লায়ন মনোয়ারা বেগম, লায়ন জাহাঙ্গীর মিঞা, জি এস টি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, আর সি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, জেড সি কনসার্নস লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন চৌধুরী, লায়ন মো. নুরুল আলম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে লায়ন সাজ্জাদ হোসেন টিপুর সঞ্চালনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া সচেতনতা, শিশু ক্যানসার সচেতনতা, প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন ও পরিবেশ সচেতনতার উপর সেমিনার পরিচালনা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী। ডায়াবেটিস সচেতনতা এবং চোখের বিশেষ যত্নের উপর সেমিনার পরিচালনা করেন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী। বহুমুখী এই সেবা প্রদান কার্যক্রমে সাত শতাধিক স্থানীয় নারী পুরুষ বিভিন্ন সেবা গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষার মূল বিষয় হচ্ছে গবেষণার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করা
পরবর্তী নিবন্ধচুয়েট ও বিআইএমের সমঝোতা স্মারক স্বাক্ষর