পটিয়ার আসামি ফেনীতে গ্রেপ্তার

হত্যা মামলা 

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় দর্জি উজ্জ্বল দে হত্যা মামলার প্রধান আসামি সান্তু মহাজনকে (২১) ফেনী জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব৭ ও পটিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বসুদেব মহাজনের পুত্র। পুলিশ জানায়, গত ৩১ মে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কৃষ্ণ মহাজনের বাড়ির পেছনের একটি পুকুরপাড় থেকে উজ্জ্বল দের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জ্বল ওই এলাকার মৃত গোপাল দের ছেলে এবং চট্টগ্রাম নগরে তার দর্জি দোকান ছিল।

নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১ জুন পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সান্তু মহাজনকে প্রধান আসামি করা হয়।

পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়িতে অংশগ্রহণে আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধমহানবীকে (স.) নিবেদিত শাশ্বত ধ্বনি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান আজ