পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের ৫ম দিবস গত সোমবার বাদে মাগরিব পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসূলের (দ.) মাধ্যমে শুরু হয়। শায়ের মুহাম্মদমেরাজ রেযা কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে তকরীর পেশ করেন আল্লামা মুফতি সৈয়দ ছাদেকুর রহমান হাসেমী। তকরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রেজবী, আল্লামা সাব্বির রহমান ওসমানী, আল্লামা ইকবাল হোসাইনী।
মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফী সৈয়দ কুতুব উদ্দীন আমিরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ শামুন রশিদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, মাওলানা সৈয়দ আছরার আমিরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা সৈয়দ মহিউদ্দীন আমিরী। মোনাজাত করেন মাওলানা সৈয়দ ফানাফিল্লাহ আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।