শিরোপা প্রত্যাশি কিষোয়ান স্পোর্টিং ক্লাব লিগ শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় তারা ৩-১ গোলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ জয়ে ৮ খেলা শেষে কিষোয়ানের পয়েন্ট হয়েছে ১৫। সমান পয়েন্ট আছে রাইজিং স্টার ক্লাবেরও। তারাও ৮টি খেলা শেষ করেছে। ১৫ পয়েন্ট লিগে এ দুটি দল লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এই দুই দল আগামী ২৯ নভেম্বর পরস্পরের মোকাবেলা করবে। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৮ খেলা শেষে ৮ পয়েন্ট পেয়েছে। গতকাল খেলার ১২ মিনিটের সময় কিষোয়ান পেনাল্টি লাভ করে। পটিয়ার ফাউলের কারণে পাওয়া এ পেনাল্টি থেকে দলের আশিক বড়ুয়া গোল করলে কিষোয়ান ১-০ গোলে এগিয়ে থাকে। তবে ১৭ মিনিটে পটিয়া খেলায় সমতা আনে। তাও একটি পেনাল্টি থেকে। হ্যান্ডবলের কারণে পাওয়া এ পেনাল্টি থেকে পটিয়ার মো. হেলাল গোল করেন (১-১)। প্রথমার্ধ এই স্কোর লাইনেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে বেশ চড়াও হয়ে খেলে কিষোয়ান। পটিয়াকে এসময় নিস্প্রভ ভূমিকায় দেখা যায়। ৬৪ মিনিটে একটি আক্রমন থেকে কিষোয়ানের প্রু হৃলা চিং মারমার শট বাইরে দিয়ে চলে যায়। দু’মিনিট বাদে বঙের ভেতর থেকে নিশ্চিত গোল করেন মিস করেন কিষোয়ানের মো. শাহীন। কিপারের লেগে প্রতিহত হয় তার শট। ৭০ মিনিটে দ্বিতীয় গোল পায় কিষোয়ান। মো. শামীমের লম্বা থ্রো গোল মুখে এলে চকিতে দুর্দান্ত হেড করে বল জালে দেন প্রু হৃলা চিং মারমা (২-১)। ইনজুরি টাইমে পটিয়ার বদলি খেলোয়াড় রুই সাচিং মার্মা বাম পায়ে চমৎকার শট নেন। বল কিষোয়ানের সাইডবার ঘেষে চলে যায়। যোগ করা সময়ে কিষোয়ান তাদের শেষ গোল পায়। দলের বদলি খেলোয়াড় আতিকুর রহমান বক্সের ভেতরে বল পেয়ে শটে কিপারকে পরাস্ত করেন (৩-১)। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় প্রু হৃলা চিং মারমা। তার হাতে ক্রেস্ট ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মুহাম্মদ রিফাত বিন আমিন। আজ বেলা ২.৪৫ টায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব বনাম বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পরস্পরের মোকাবেলা করবে।