পটিয়াকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

জাপার নির্বাচনী অফিস উদ্বোধন

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শামশুল আলম মাস্টার বলেছেন,জীবনের শেষ নির্বাচনে জনগণের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। পটিয়া পৌরবাসী উন্নয়ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করে পটিয়াকে নান্দনিক শহর ও জেলা ঘোষণা দাবিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। গত শনিবার রাতে ৮ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনকালে একথা বলেন। জাপার নেতা আছাব মিয়ার সভাপতিত্বে ও পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেলিম চৌধুরী, রমজান আলী, নুর হোসেন সওঃ, আবু ছিদ্দিক, বদিউল আলম প্রবাসী, নাজিম মজুমদার, মনির চেয়ারম্যান, নেজামত সওঃ নুরু সওঃ জসিম উদ্দিন বাবর, ফজলুল, মিজান, নজরুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু