পটিয়াকে গ্রীণ-ক্লিন-স্মার্ট উপজেলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে

পরিবেশ সংরক্ষণ প্রচারণায় ও চারা বিতরণে গাজী সিরাজ

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ বলেছেন, পটিয়াকে গ্রীণক্লিনস্মার্ট উপজেলা গড়তে দলমত নির্বিশেষে সকলকে জনকল্যাণ ও দেশ প্রেমের ব্রত নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো এগিয়ে আসতে হবে। পটিয়াকে সবুজে সবুজে সাজানো হবে। পটিয়াকে সবুজে সাজাতে বৃক্ষরোপন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ এই আন্দোলনকে জোরালো করা হবে। তিনি গতকাল শনিবার গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে পটিয়া বাইপাস সড়ক, উপজেলা পরিষদ সম্মুখ পুকুরপাড় ও উপজেলা পরিষদের সামনের মহাসড়কের মিডআইল্যান্ডে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুরতালওষুধি গাছের চারা রোপণ ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাগোয়ান ইউনিয়ন সংসদের সাবেক সভাপতি মো. জেবর মুল্লুক। স.. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্মসূচিতে উদ্বোধক ছিলেন সংগঠনের সমন্বয়ক মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন আখতার হোসেন নিজামী, মো. আসিফ, মো. মুজিবুর রহমান, নুরুল আজিম, আবদুল হান্নান, আবদুস সালাম, শওকত আজম, নুরুল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সরওয়ার আলমগীর আবারো নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে