পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের অভিষেক ও মানবিক সহায়তা প্রদান

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৪ মে, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকুমল বড়ুয়া বলেছেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে দেশের মুক্তি সংগ্রাম, শিল্প বাণিজ্য শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে পটিয়া একটি বৈপ্লবিক স্থান। তিনি গত ২মে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের অভিষেক ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিগত সরকার দেশের মানুষের উপর চরম নৈরাজ্য ও অত্যাচার চালিয়েছে। দিনের ভোট রাতে অনুষ্ঠানের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

পরিষদের সভাপতি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান উপদেষ্টা অজিত রনঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়, ঐক্য পরিষদের সাতকানিয়ালোহাগাড়া সভাপতি তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী জয় সেন বড়ুয়া, টিপু বড়ুয়া, লায়ন টিংকু বড়ুয়া,অভিজিৎ বড়ুয়া মানু, বিকাশ কান্তি বড়ুয়া, শোভিত বিকাশ বড়ুয়া, কমলেন্দু বড়ুয়া, অরূণ বড়ুয়া, বিবেকানন্দ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানস কুমার বড়ুয়া, নিলীমা বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। শেষে পটিয়ার ২৬ টি বৌদ্ধ পল্লীর ১৩১ জনকে শিক্ষা ও চিকিৎসা সহায়তা ও ২৪০জন সদস্যকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পরে ওস্তাদ প্রকাশ বড়ুয়ার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধজরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় নিহত ২ শিশুর স্বজনদের পাশে সাবেক এমপি নিজাম