পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২২তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী বোয়ালখালী ফুটবল একাডেমীকে ২–০ গোলে পরাজিত করে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিল পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের ৭নং জার্সিধারী স্টাইকার মোহাম্মদ জিবলু দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধে অপর গোলটিও করেন তিনি। আর সে সুবাদে খেলা শেষে ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন। ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন বোয়ালখালী ফুটবল একাডেমীর অধিনায়ক জাহিদ হোসেন এমিলি ও টুর্নামেন্ট সেরা গোল কিপারের পুরস্কার লাভ করেন মোহামেডানের গোল রক্ষক মোহাম্মদ জাকারিয়া। পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলতে থাকে দু দল। প্রথমার্ধে মোহামেডানের ৭নং জার্সিধারী খেলোয়াড় মো: জিবলু প্রতিপক্ষের গোল পোষ্টের কাছে সতীর্থের দেয়া পাসে একজন খেলোয়াড় ও গোল রক্ষককে কাটিয়ে গোল করে দলকে ১–০ গোলে লিড এনে দেয়। এরপর বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় বোয়ালখালী ফুটবল একাডেমী। এছাড়াও দলের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়ানো অধিনায়ক জাহিদ হোসেন এমিলি বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধেও উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেললে শেষ সুযোগ কাজে লাগায় মোহামেডানের স্টাইকার মো: জিবলু। গোল পোষ্টের খুব কাছ থেকে জটলার মধ্যে প্রতিপক্ষের জালে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলা শেষে ২–০ গোলে জয় নিয়ে টুর্নামেন্টের ২২তম আসরের শেষ হাসি হাসলো পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব খলিলুর রহমান। এবিটস’র আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাফ্ফার নাহার ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক আলহাজ্ব আহমেদুল হক। উপস্থিত ছিলেন এবিটস’র আবু তাহের ইমু, আরিফুল ইসলাম সুমন, ফোরকান, নজরুল ইসলাম নিলয়, মো: জাহাঙ্গীর আলম, মো: মফিজ, জিএম বাবু, মো: শহিদ, নওশাদ ও নিহাদ।