পটিয়া পৌরসদরের ৪নং ওয়ার্ড মাঝেরঘাটা পাঠাগারের উদ্যোগে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে মাঝেরঘাটায় স্থানীয় মাঠে ফুটবল ও ক্রিকেটের এ খেলা দুটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম। পাঠাগারের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন আয়াজ। এ প্রীতি ক্রিকেট ম্যাচে সাদা দল ৪ উইকেটে জয়লাভ করে এবং ফুটবলে ১–০ গোলের ব্যবধানে নীল দল জয়লাভ করে। আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রীতি ম্যাচে বিজয়ী ক্রিকেট ও ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে পাঠাগার নেতৃবৃন্দ জানিয়েছেন।