পটিয়ায় জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে আন্ত: বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব কর্মসূচিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে গত সোমবার তারুণ্যের উদ্ভাবণী শক্তি বৃদ্ধিতে আন্ত: বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টগুলো প্রদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য নুরুল আমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ দিদারুল আলম সহশিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে দেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে।