পটিয়ায় জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব–২০২৫ এর কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিদারুল আলমের উদ্বোধনী বক্তব্যের পর শিক্ষার্থীদের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিনিয়র শিক্ষিক তৌহিদা পারভিনের পুতিপাঠের আসরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, আমাদের চিরাচরিত অনেক গ্রামীণ ঐতিহ্য কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। পিঠা উৎসব সহ গ্রামীণ বিভিন্ন নৃত্য ও পুঁথিপাঠের আসর আজকাল নেই বললেই চলে। তাই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য তুলে ধরার মানসে আজকের এই ভিন্নধর্মী আয়োজন।