পটিয়া কুসুমপুরায় অলনাইট ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্স এফসি চ্যাম্পিয়ন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

পটিয়ায় কুসুমপুরা ফুটন্ত ফুল ক্লাবের উদ্যোগে অলনাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স এফসি। গত শনিবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ২০ গোলে কুসুমপুরা হাই স্কুল এন্ড কলেজের ২০১৯ ব্যাচকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিরহাট ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। বিশেষ অতিথি ছিলেন মো. নাঈম ঊদ্দীন, মো. বেলাল উদ্দীন, আব্দুস সালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে ১০০ উইকেট মোস্তাফিজের
পরবর্তী নিবন্ধকালীপুর আদর্শ যুব সংস্থার বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন