পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রকাশ আরিফ খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ উপজেলার ছনহরা ইউপির আলী আকবরের বাড়ির ফরিদ আহম্মদের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা যায়। পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আরিফ গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আরিফকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে। এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণ হারালেন ১০৩ ফিলিস্তিনি বেশির ভাগই নারী ও শিশু
পরবর্তী নিবন্ধকত সুন্দর!