পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল চেয়ে ক্লাব প্রতিনিধিদের চিঠি

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সবাই কোন ধরনের নির্বাচন প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত হয়েছেন। এ নিয়ে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। গত ২২ ফেব্রুয়ারি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করা হয় ২৪ ফেব্রুয়ারি রাতে। এদিকে, কমিটির ঘোষণার পর পূর্বের কমিটির যুগ্ম সম্পাদক ও নতুন কমিটির নির্বাহী সদস্যের পদ প্রত্যাখান করেছেন মো. নাজিম উদ্দীন পারভেজ। তাঁর অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র মেনে উক্ত কমিটি করা হয়নি। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, উপজেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদ অনুসারে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ইতোমধ্যে ৪ বছর উত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্রের ১১নং অনুচ্ছেদ অনুযায়ী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হল।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়নি দাবি করে পটিয়ার ৮টি ক্লাবের প্রতিনিধিরা যৌথ স্বাক্ষর করে কমিটি বাতিল করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এবং সাধারণ সম্পাদক রবাবরে লিখিত অভিযোগ দিয়েছেন গত ২৭ ফেব্রুয়ারি। এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আলাউদ্দিন ভূঞা জনী বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পূর্বের কমিটিতেও হয়নি, এবারও হয়নি। গঠনতন্ত্র মোতাবেক ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়ায় গঠনতন্ত্র মোতাবেক হয়নি বলে একজন নির্বাহী সদস্যের পদত্যাগের বিষয়টি অবগত নন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘অগ্নিঝরা মার্চ বাঙালির সুদীর্ঘ ইতিহাসের এক শ্রেষ্ঠ মাস’
পরবর্তী নিবন্ধএকেএমবির ২ দিনব্যাপী দরসুল কোরআন মাহফিল আজ শুরু