পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির উদ্যোগে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা এলডিপির অস্থায়ী কার্যালয়ে পৌর এলডিপির যুগ্ম আহবায়ক ডা. রিজওয়ান আজাদের সভাপতিত্বে ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পৌর এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন পটিয়া উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান, পৌর এলডিপির যুগ্ম আহবায়ক আবু সৈয়দ, দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব আমিনুল হক তানিম, এলডিপি নেতা সেলিম চৌধুরী, আবদুর রশিদ, খোরশেদ আলম, কবির সওদাগর, শাহ আলম, বাবুল, জসিম, খোরশেদ, সাইফুল, কাদের, নুরু, মামুন, সেলিম, মনির, মানিক প্রমুখ। প্রস্ততি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৫ মার্চ ১৪ রমজান শনিবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর এলডিপির উদ্যোগে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি– এলডিপির প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী কর্ণেল ড. অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। প্রেস বিজ্ঞপ্তি।