পটিয়ার পেরলা শেখ আহম্মদ শাহ মসজিদ কমিটির সভা

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

পটিয়ার পশ্চিম পেরলা শেখ আহম্মদ শাহ্‌ জামে মসজিদ কমিটির প্রথম সভা গত শুক্রবার বাদ জুমা মসজিদ মিলনায়তনে কমিটির সভাপতি ছৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্মমোতোয়াল্লি আকবর হোসেন শরীফের পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হাজি নুরুল আলম, সহসভাপতি গিয়াস উদ্দিন শরীফ, আবু ছৈয়দ চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইকবাল উদ্দিন শরীফ, মোরশেদুল আলম, কোষাধ্যক্ষ মো. সিরাজ মিয়া, হিসাবরক্ষক ফারুক আহম্মদ প্রমুখ। গত ২৪ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় শেখ আহমদ শাহ ওয়াক্‌ফ এস্টেটের মোতাওয়াল্লি নিয়োগ ও কমিটি অনুমোদন দেয়া হয়। এতে আইয়ুব আলী চৌধুরীকে মোতাওয়াল্লি এবং আকবর হোসেন শরীফকে যুগ্মমোতাওয়াল্লি নিয়োগ করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও র‌্যালি
পরবর্তী নিবন্ধছিনতাইকারীর কবলে পড়ে খোয়ালেন ফোন, ব্যাংক অ্যাকাউন্টের সব অর্থও