পটিয়ার আমিরীয়া মল্লবাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভা

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার আমিরীয়া মল্লবাড়ী মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে মোহাম্মদ নূর আলীর সঞ্চালনায় মসজিদমাদ্রাসা পরিচালনা ও উন্নয়ন শীর্ষক সভায় সভাপতিত্ব করেন আমিরীয়া মল্লবাড়ী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিছ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, আবহাওয়া কর্মকর্তা জহুরুল হক, সমাজসেবক আবুল হোসেন সওদাগর, আবু সিদ্দিক সওদাগর, নুরুল ইসলাম। বক্তব্য রাখেন এমদাদুল হক পিবলু, দেলোয়ার হোসেন শাকিল, শাহিন উল্লাহ, সিরাজুল হক, আরফাদুল হক, মুমিনুল হক, দিদারুল আলম, মুনির আহমদ, মোহাম্মদ আরব আলী।

সভায় মসজিদ ও মাদ্রাসা পরিচালনায় যুব সমাজকে সম্পৃক্ত করে একটি আদর্শ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়। সভায় মোহাম্মদ নুর আলীকে সভাপতি ও মোহাম্মদ শাহিন উল্লাহকে সাধারণ সম্পাদক করে ‘আমিরীয়া মল্লবাড়ী জামে মসজিদ ও মল্লবাড়ী ফোরকানিয়া মাদ্রাসা উন্নয়ন যুব কমিটি’ কমিটি গঠন করা হয়। সভাশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আমিরভান্ডার দরবার শরীফের আওলাদে আমির, পীরে তরিকত শামুন রশীদ শাহ্‌ আলআমির ভান্ডরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে নগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম কেন্দ্রের র‌্যালি