পটিয়ায় হুইপের নেতৃত্বে গণমিছিলে মানুষের ঢল

প্রধানমন্ত্রীর জন্মদিন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পটিয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বে গণমিছিলে সর্বস্তরের মানুষের ঢল নামে। গতকাল শুক্রবার বিকেলে মহাসড়কের পটিয়া ইন্দ্রপুলস্থ শেখ কামাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের কলেজ গেইটে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে ঢাকঢোল পিটিয়ে ও নেচে গেয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। এর আগে পটিয়ার ১৭ ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কের ইন্দ্রপুলস্থ শেখ কামাল চত্বরে সমাবেশস্থলে জড়ো হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও সমাবেশস্থলে বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষ উপস্থিত হয়। এসময় নেতাকর্মী ও গণমানুষের উদ্দেশে বক্তব্য রাখেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পরে বিকেল সাড়ে ৪টায় সমাবেশের পর গণমিছিল শুরু হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ‘শুভ শুভ শুভদিন, শেখ হাসিনার জন্মদিন’; ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’; ‘সামশু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে নানা স্লোগানে রাজপথ মুখর করে তুলে।

মিছিলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী,

গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ ছাড়াও উপজেলা পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের পেশাজীবী এবং শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের কলেজ গেইটে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, উন্নয়নের ভরসা একমাত্র শেখ হাসিনাই। শেখ হাসিনার বুদ্ধিদীপ্ত রাষ্ট্র পরিচালনার জন্যই আজ দেশে এত উন্নয়নঅগ্রগতি হচ্ছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের পথযাত্রার নামে নাটক দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে পারবেন না। শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে নামানোর সাধ্য কারো নেই। দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য এবং উন্নয়নকে থমকে দিতে আপনারা ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু কোনো লাভ হবে না।

তিনি বলেন, আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা আমাদের দেশকে মেনে নিতে পারেনি। যার কারণে এসময়ে এসেও শেখ হাসিনার উন্নয়নকে মেনে নিতে না পেরে স্যাংশন দিয়ে তামাশা করছে তারা। তাদের স্যাংশনে আমাদের কিছুই যায় আসে না। কারণ আমেরিকাতে না গেলেও কোনো অসুবিধা নাই আমাদের।

পূর্ববর্তী নিবন্ধরূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের প্রথম চালান
পরবর্তী নিবন্ধস্মরণকালের বৃহত্তম জশনে জুলুস