পটিয়ায় হাজী নুরুল হক ট্রাস্ট ফুটবল টুর্নামেন্টে বিনানিহারা এফসি চ্যাম্পিয়ন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় হাজী নুরুল হক ট্রাস্ট অলিম্পিক ফুটবল অলিম্পিক টুর্নামেন্টের ফাইনালে মালিয়ারা জুনিয়র সেভেন স্টারকে ২০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিনানিহারা এফসি ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে বিনানিহারা এফসি ২০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিরি ইউনিয়নে মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কৈয়গ্রাম শরীফ মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। হাজী নুরুল হক ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও সালমা গ্রুপের পরিচালক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজী নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, মীর গ্রুপের পরিচালক মীর মো. হাসান, মীর মো. হোসাইন, মীর মো. নাসির, উপজেলা বিএনপির যুগ্ম শফিকুল ইসলাম শফিক, সাইফুদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আবুল বশর, মদীনা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম মির্জা, ইসমাইল হোসেন, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন বাবুল, ডা. ফারুক হোসেন, ব্যারিষ্টার লাবিব হোসাইন, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ফারুক ফয়সাল (বাবু), নুরুল হক ট্রাস্টের পৃষ্ঠপোষক আশরাফুল হক আবিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতাফসিরুল কোরআন মাহফিল ২৭-৩১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট শুরু