পটিয়ায় সিএনজি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে গোলাগুলি 

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় সিএনজি অটোরিকশা স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে দুই ইউপি চেয়ারম্যান গ্রুপের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

এ সময় উভয় গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুই রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতলা এলাকায় হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার ও জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের মধ্যে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। 

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আমি এলাকার বাইরে আছি। ঘটনাস্থলে পুলিশ গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আ.লীগের সংঘর্ষের ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধআলোচিত শিশু ওয়াসিম হত্যার ১০ বছর পর আসামির মৃত্যুদণ্ড