পটিয়ায় সাবেক ইউপি সদস্য মধু গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মধু (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গাবতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলান্দা গ্রামের মনু মিয়া সওদাগরের ছেলে। তিনি এ ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক।

পটিয়া থানার সেকেন্ড অফিসার উপপুলিশ পরিদর্শক মো. আসাদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মধুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে নগর বিএনপি
পরবর্তী নিবন্ধ৪৭ জনকে আসামি করে মামলা,গ্রেপ্তার ৭