পটিয়ায় সাড়ে ৫ হাজার ডিম নিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৪:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিমবাহী একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে পিকআপ ভ্যানে থাকা সাড়ে ৫ হাজার ডিমের মধ্যে অধিকাংশই ভেঙে যায়। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজার এলাকার বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামমুখী একটি ডিমবাহী পিকআপ ভ্যান গিরি চৌধুরী বাজার এলাকায় আসলে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়। পিকআপ ভ্যানটিতে প্রায় সাড়ে ৫ হাজার ডিম ছিলো।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা সুর্নিদিষ্ট করে জানাতে পারেনি তারা।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, ডিমবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ৫ হাজার ৫০০ ডিমের মধ্যে অধিকাংশই নষ্ট হয়ে যায়। এতে পিকআপের চালক আহত হয়। তবে তার চিকিৎসা কোথায় দেওয়া হচ্ছে তা জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনো উদ্ধার করা হয়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার ডিগ্রি বাতিলের চিন্তা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর এসএম নছরুল কদির