পটিয়ায় সরকারি জায়গায় ভবন নির্মাণের অভিযোগ, স্থানীয়দের মানববন্ধন

নালার পানি সড়কে, দুর্ভোগ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় সরকারি জায়গা দখল করে এলাকার পানি নিষ্কাশনের পথে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বেলা ১১টায় উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কোটরপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা দুই ভাই প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে ভবন করেছেন। এতে এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষ চলাফেরা করে। বক্তারা উল্লেখ করেন, জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কোটরপাড়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য সরকারি মৌজার একটি নালা আছে। সেটি মো. নেছার উদ্দিনের বাড়ির পাশে খাসজায়গার ওপর দিয়ে কর্ণফুলী নদী সংযুক্ত খালে পড়েছে। মো. নেছার উদ্দিন ও তাঁর ভাই মো. আরিফ প্রভাব খাটিয়ে সেই জায়গায় নতুন ভবন করেছেন। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এলাকার ব্যবহৃত পানি নালা উপচে সড়কে উঠে আসছে। আট মাস ধরে এ অবস্থা এখানে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সুলাইমান, স্থানীয় বাসিন্দা মো. আবু তালেব, আহমদ নূর, আলী আহমেদ, মো. বশীর, মহিউদ্দিন, সালাউদ্দিন, রোজিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, দোকানি ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পানি মাড়িয়ে মসজিদে, বিদ্যালয়ে যেতে হয়। প্রতিবাদ করলে তাঁরা মামলার হুমকি দেন। অনেকে ‘মিথ্যা’ মামলার কারণে বাড়িতে আসতে পারছেন না। এ বিষয়ে গত ২৪ এপ্রিল পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেন এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী বাস স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান
পরবর্তী নিবন্ধপররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড