পটিয়ায় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ ঘিরে বিএনপির বিক্ষোভ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদে বিতর্কিত এক প্যানেল চেয়ারম্যান নিয়োগের অভিযোগে ইউনিয়ন পরিষদ ঘিরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার সকাল ১১টায় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

এতে প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম পরিষদে যেতে না পারায় পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ সময় নেতৃবৃন্দ বিতর্কিত প্যানেল চেয়ারম্যান নিয়োগের আদেশ প্রত্যাহার করে তাকে অপসারণ করার দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে স্থানীয়দের নিয়ে তাকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে প্রতিহত করার ঘোষণা দেন।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ফরিদুল আলমকে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়ে ফ্যাসিবাদের একজন দোসরকে পদায়ন করা হল। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফরিদুল আলমের অতীত কর্মকাণ্ড ইউনিয়নের সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানোয় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ, সিনিয়র সহসভাপতি শাহ আলম, সহসভাপতি কামাল আহমেদ, আব্দুর শুক্কুর সওদাগর, আবদুল মুনাফ, দক্ষিণ জেলা কৃষক দল নেতা দিদারুল আলম দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক, কৃষক নেতা জসীমউদ্দীন, বিএনপি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশিরা: মার্কিন পররাষ্ট্র দপ্তর
পরবর্তী নিবন্ধইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ