পটিয়ায় শাপলা কুঁড়ির আসরের কুইজ প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসরের আয়োজনে দেড় হাজার ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতা পরিদর্শন করেন পটিয়া পৌর মেয়র ও দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি মো. আইয়ুব বাবুল, মোস্তফা হাকিম গ্রুপের জিএম নিপুর চৌধুরী, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে, কুইজ প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তানভীর, সাঈদ বিন আবছার, সদস্য সচিব মো. তানচিব বিন ইসমাইল, প্রচার সম্পাদক রায়হান ইকরাম, দক্ষিণ জেলা শাপলা কুঁড়ি আসরের যুব সম্পাদক কামরুল হাসান বাবু, পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সভাপতি মু. নাঈম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মীর এরশাদুর রহমান, মো. আবু সাঈদ তালুকদার খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সভাপতি মোহাম্মদ আয়েছ, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান, আব্দুল মান্নান, টিসু সূত্রধর, শাকিল ফারকী। উপস্থিত ছিলেন রাফি, আল আমিন, জিসান, সামির, আবিদ, তারিফ, শাহিন, রাকিন, আকিল, কাইয়ুম, ইমরান, বাবু, আফিফ, হাসান, শাফিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের জন্য নানাভাবে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধপর্যটন স্পট বাস্তবায়ন হলে বাঁশখালী উপকূলের দৃশ্যপট পাল্টে যাবে