পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটির সভা

পটিয়া প্রতিনিধি  | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া কলেজ গেইটে বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সংসদের সভাপতি হাজী মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

আবু ছালেহ মো. সাইফুদ্দিন সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মঈনুল আলম ছোটন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, গাজী নাছির, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওবায়দুল হক রিকু, বিএনপি নেতা ইসমাইল মেম্বার, নুরুল আবছার চৌধুরী, সাইফুল ইসলাম, আবু নোমান লিটন, মোহাম্মদ ওয়াসিম। সভায় প্রধান অতিথি বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ একটি কল্যাণ ও মানবসেবামূলক সংগঠন। এ সংগঠনের যারা দায়িত্ব পেয়েছেন তারা খুবই ভাগ্যবান। কারণ একজন রাষ্ট্রনায়কের নামে সরাসরি যে সংগঠন সেটি অনেক বড় একটি সংগঠন। এ সংগঠনের মাধ্যমে জিয়ার আদর্শ বাস্তবায়ন করে সমাজের মানবসেবায় নিজেদের সম্পৃক্ত করে নিতে হবে। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নিষিদ্ধ ও বিচার দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাউজানে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি