পটিয়ায় রাতের আঁধারে পাহাড় কেটে সাবাড়!

পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

পটিয়ায় রাতের আধাঁরে পাহাড় কেটে সাবাড় করেছে একটি মাটি খেকো সিন্ডিকেট। ওই সিন্ডিকেট উপজেলার কেলিশহর ও খরনা ইউনিয়নের বেশ কয়েকটি স্পটে স্কেভেটর দিয়ে নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করছে। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের একটি দল পাহাড় কাটার পৃথক দুটি স্থান পরিদর্শন করেছেন। নির্বিচারে পাহাড় কাটা দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। পাশাপাশি এভাবে পাহাড় কাটলেও স্থানীয়রা নিরব ভূমিকা পালন করায় হতাশা ব্যক্ত করেন।

এ সময় উপজেলার কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া ও খরনা ইউনিয়নের লালারখীল এলাকা পরিদর্শন করে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে পাহাড় কাটার বিষয়ে জড়িতদের বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হন। এসময় তার সাথে ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া থানার উপপরিদর্শক কামাল উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের অপারেটর কাজী ইফতেখার উদ্দিন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস বলেন, পরিদর্শনের সময় পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের পাওয়া যায়নি। তবে কারা এই ঘটনায় জড়িত, সেসব তথ্য সংগ্রহ করা হয়েছে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, পটিয়ায় পাহাড় কাটার বিষয়ে খবর পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনার স্থান পরিদর্শন করেন। এসময় পাহাড় কাটার যথেষ্ট প্রমাণও মিলেছে। পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল জুস তৈরি
পরবর্তী নিবন্ধএবারও ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’ জেসমিন