পটিয়ায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার পূর্ব কোলাগাঁও এলাকায় মফিজুর রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন (৩৫) এবং জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন , ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধঅপারেশন ডেভিল হান্ট : খাগড়াছড়িতে গ্রেফতার ১৮
পরবর্তী নিবন্ধপটিয়ায় গলায় ফাঁস লাগানো গৃহবধূর লাশ উদ্ধার