পটিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার 

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা দক্ষিণ ভূষি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রনধির দে’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নুর জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রনধীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে আরও নতুন করে মামলা দেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধদেশের সংকটে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন