পটিয়ায় মাইফুলা কবির কারিগরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে মাইফুলা কবির কারিগরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সহসভাপতি ও বিদ্যালয়ের নিম্নমাধ্যমিক শাখার সভাপতি জসীম উদ্দীন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শরীফ খাঁ জামে মসজিদের সভাপতি লায়ন মোস্তাক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেয়ান পাড়া আবদুল খালেক আমেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা আহমেদ হালিমি, পশ্চিম পটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন, পটিয়া পৌরসভার সাবেক কমিশনার নাসির উদ্দীন, আবদুল খালেক আমেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. নাজিম উদ্দীন, হাজী কবির আহমদ নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা হেলাল উদ্দীন জিহাদী, হাজী আবদুল খালেক আমেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নুরুল আবচার, সমাজসেবক নুরুল আজম, শিক্ষানুরাগী নুরুল আরেফিন, আবদুল খালেক আমেরিয়া হেফজখানা ও এতিমখানার প্রধান পরিচালক হাফেজ মো. আনসারুল ইসলাম, অভিভাবক সদস্য আকতার ফারুক। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবার আউলিয়ায় কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন