পটিয়ায় ভাইস চেয়ারম্যান হলেন এমদাদ ও মাজেদা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রের ভোটের পর ভাইস চেয়ারম্যান পদে শেষ হাসি হাসলেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ডা. মো. এমদাদুল হাসান (বই) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু (কলস)। গত ২৯ মে অনুষ্ঠিত পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ও সিল ছিনতাইয়ের ঘটনায় স্থগিত উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। গতকাল বুধবার ওই কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে অনুষ্ঠিত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু (কলস) পান ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজেদা বেগম (প্রজাপতি) পান ৮৩৬ ভোট। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ডা. মো. এমদাদুল হাসান (বই) ১৩৩৫ ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ) পান ৪১০ ভোট।

গত ২৯ মে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ) পান ২৩৮৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এমদাদুল হাসান (বই) পান ২৩০৭৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু (কলস) পান ২৪৮৯৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম (প্রজাপতি) পান ২৪৭৩১ ভোট। গতকাল স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের পর বই প্রতীকে ডা. এমদাদুল হাসানের মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ২৪৪০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ারের (উড়োজাহাজ) মোট ভোট ২৪২৬০। ফলে ডা. এমদাদুল হাসান ১৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর (কলস) মোট প্রাপ্ত ভোট ২৫৭৪২। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজেদা বেগমের মোট ভোট ২৫৫৬৭। এতে মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ১৭৫ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. মোহাম্মদ ইলিয়াছ জানিয়েছেন, এ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৬১৫। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৭৬ জন।

পূর্ববর্তী নিবন্ধমরিচ-হলুদে কাঠের মিহি গুড়া
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মারামারির ঘটনায় আহত ১০, লোহাগাড়ায় শান্তিপূর্ণ ভোট