পূর্ব শক্রতার জের ধরে পটিয়ায় রাতের আধারে রাসায়নিক প্রয়োগ করে ২৪ শতক জমির ধানের চারা নিধন করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের সিরাজের নতুন বাড়ির কৃষক মফিজুর রহমানের ২৪ শতক জমির বীজতলার এ ধানের চারাগুলো নিধন করা হয়। এতে ভুক্তভোগী কৃষক ৮০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বলে জানান। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী কৃষক মফিজুর রহমান জানান, রাতের আধারে কে বা কারা রাসায়নিক (বিষ) প্রয়োগ করে আমার আমন চাষের জন্য তৈরী করা ২৪ শতক বীজ তলার ধানের চারা নিধন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। চারাগুলো নিধন করায় আমার ৮শ শতক ধানি জমির আমন চাষ থেকে পিছিয়ে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধুমাত্র ধানের চারাতেই আমার ৮০ হাজার টাকা মাটি হয়ে গেছে। এখন আমার আমন চাষের জন্য নতুন করে বীজতলা তৈরী করারও সময় নেই। আবার বাইরে থেকে ধানের চারা আনতেও অনেক টাকার দরকার।
কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু জানান, ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমি তাকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি। তাছাড়া আমি এলাকায় খবর নিয়ে জেনেছি ঘটনা সত্য, ওই কৃষক এ ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানতে চাইলে পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান জানান, এটা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। মানুষের সাথে মানুষের শক্রতা থাকতেই পারে। তাই বলে কৃষি ও চাষাবাদের উপর ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ক্ষতিগ্রস্ত কৃষককে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।