পটিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াছিন প্রকাশ কালু (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে শিরিন আক্তার (৩০) নামে এক নারী। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা হসপিটাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ডেকোরেশন ব্যবসায়ী ইয়াছিন ঘটনাস্থলে নিহত হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাস ড্রাইভার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।