পটিয়ায় বসতঘর থেকে উদ্ধার অজগর ও শঙ্খিনী সাপ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় স্নেক রেসকিউ টিমের সহায়তায় পৃথক এলাকার দুটি বসতঘর থেকে একটি অজগর ও একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর ও একইদিন রাত সাড়ে ১১টায় উপজেলার হাইদগাঁও এলাকা থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় কেলিশহর ইউনিয়নের রতনপুরে বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে একটি ৯ ফুট লম্বা অজগর সাপ দেখা যায়। এসময় বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে কলটি চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয়ের কাছে ফরওয়ার্ড করা হয়। পরে তিনি গিয়ে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। একই দিন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়ভাবে খবর পেয়ে পটিয়ার উপজেলার পূর্ব হাঈদগাঁও মাহাদাবাদ পাতিলার বাপের বাড়ির পিকলু নামের এক ব্যক্তির শয়নকক্ষ থেকে ৬ ফুট লম্বা বিষধর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মো. নাঈম উদ্দিন বিজয় জানান, উদ্ধারকৃত অজগর ও শঙ্খিনী সাপ দুটি হাইদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবার শরীফ এলাকার রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে। যেসব সাব উদ্ধারের পর অসুস্থ দেখায়, সেগুলোকে চিকিৎসা দেয়া হয়। যেহেতু উদ্ধারকৃত এ সাপ দুটি সুস্থ রয়েছে তাই সেগুলোকে সাথে সাথে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, হাইদগাঁও এলাকা থেকে উদ্ধারকৃত শঙ্খিনী সাপটি বসতঘরেই ছিল। ঘরে ছোট বাচ্চাও ছিলো। সাপটি অল্পের জন্যে পায়ের নিচে পড়েনি। এতে অল্পের জন্য রক্ষা পেল পরিবারের শিশু সহ অন্য সদস্যরা। ঘরের কর্তা আমাকে কল দেন, আমি দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইন (রহ.) নিজের জীবন উৎসর্গ করে ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন
পরবর্তী নিবন্ধইমাম হোসাইনের (রহ.) শাহাদাতই হক ও বাতিলের পার্থক্য