পটিয়ায় প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে ২২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো প্রায় তিনশ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় আছে।
গতকাল পটিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এইচবিবিকরণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আড়াইশ কোটি টাকার প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব যুগান্তকারী পদক্ষেপের কারণে আজকে সারাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনপদেও আজ উন্নয়নের আধুনিকতার ছোঁয়া। দেশের কোনো এলাকা আজ উন্নয়ন বঞ্চিত নয়। আওয়ামী লীগের গত প্রায় ১৫ বছরে পটিয়ার প্রতিটি অলিগলি উন্নয়নে বদলে গেছে। বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা–স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন, কর্মসংস্থান থেকে শুরু করে গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে। আজকে গ্রামীণ জীবনযাত্রা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে। প্রতিটি গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। তাদের জীবন–মান উন্নত হওয়ায় তারা এলাকার জনপ্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
হুইপ বলেন, পটিয়ায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প, বিভিন্ন স্কুল–কলেজ–মাদ্রাসা, রাস্তাঘাটসহ পটিয়ার ইন্দ্রপুলে মহাসড়কে ৬ লেইনের দৃষ্টিনন্দন সড়কের কাজ চলছে। এখানে শেখ কামালের ম্যুারালসহ রঙিন পানির ঝর্ণা বসানো হবে। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এ সৌন্দর্য দেখতে আসবে। এভাবে পটিয়ায় একের পর এক প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দ্রুততার সাথে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে হুইপ শারীরিক প্রতিবন্ধী ৮ জনকে ৮টি হুইল চেয়ার ও ৩ জন ভিক্ষুককে স্বাবলম্বী করতে ৬টি ছাগল প্রদান করেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, উপজেলা আ. লীগের সভাপতি আ ক ম শামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, বিজন চক্রবর্তী, আবু ছালেহ চৌধুরী, এজাজ চৌধুরী, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন প্রমুখ।