পটিয়ায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন

ফ্রি চিকিৎসা ও ওষুধ পেল প্রতিবন্ধীসহ ২শ রোগী

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং ডিআরআরএর যৌথ আয়োজনে জার্মান কো অপারেশন ও ডিএএইচডব্লিউর সহযোগিতায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি পাঠাগার মাঠে প্রতিবন্ধিদের এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিবন্ধিসহ প্রায় ২০০ রোগী পেল ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ। ডা. সব্যসাচী নাথের সভাপতিত্বে ও দেবেশ দাসের সঞ্চালনায় ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ ও স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডা. আইয়ুব নবীসহ বিভিন্ন বিশেজ্ঞ চিকিৎসকবৃন্দ। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সুপারিশকল্পে ডিআরআরএ প্রকল্পের আওতায় ক্যাম্পে ডিআরআরএর পক্ষে উপস্থিত ছিলেন সিএফ আরফাতুন নাহার, জিএম নূরুন্নবী হাসানসহ সকল সিআরএ সদস্যরা।