চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে শতবর্ষী মোমেনা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন।
আজ বুধবার সকাল ৯টায় পটিয়া পৌরসভার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাটুতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে নিজের ভোটটা নিজেই দিয়ে গেলেন তিনি।
এ সময় তার সাথে কথা বললে তিনি বলেন, ‘আমার বয়স এখন একশত বছর। আল্লাই দিলে এখনো অনেক শক্ত আছি।’
ভোট দিতে কারো সহায়তা লেগেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভোট দিতে এসেছি। কোন সমস্যা হয়নি। নিজের ভোট নিজেই দিছি। ভালোভাবে দিতে পেরেছি কোন অসুবিধা হয়নি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোবিনুল হক জানান, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটার উপস্থিতিও ভালো। কোন সমস্যা নেই। তবে এখনো পর্যন্ত কি পরিমাণ ভোট পড়তে তা এখনো কাউন্ট করা হয়নি।












