পটিয়ায় সংবর্ধিত হলেন উপজেলার জাতীয় শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকরা। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আয়োজনে গত রোববার পৌরসদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ। শিক্ষিকা ফারজানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউ আর সি ইনস্ট্রাকটর মোহাম্মদ আবুল মনছুর, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ্ কাউসার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি চাঁদ সুলতানা।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মো. আলাউদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মো. সেলিম উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দিলোয়ারা বেগম মুন্নী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে ফয়েজুন্নেসা মিলি ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সুরঞ্জনা দে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে তারা উপজেলার শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হন। পরবর্তীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় পটিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ ইয়াছিন নুর, ফারজানা কবির, নাছির উদ্দিন, বিশ্বনাথ সরকার, বীনা নন্দী, আনোয়ার হোসেন ও অসীম চক্রবর্তী।