পটিয়ায় ডাকাতি মামলার আসামি নগরীতে গ্রেপ্তার

| রবিবার , ১১ মে, ২০২৫ at ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় একটি ডাকাতির ঘটনায় মোবাইল ফোন টাকাসহ মূলহোতা লুৎফর রহমান (২৮)কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত ৯টার দিকে নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মোবাইলসহ নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার আসামি হলেন—চান্দগাঁও থানার ৪নং ওয়ার্ডের পশ্চিম ফরিদের পাড়ার মো: শহিদ মিয়ার ছেলে মো: লুৎফর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ এপ্রিল পটিয়ার ধলইঘাট ইউনিয়নের তারান শরিফের নতুন বাড়িতে রাত তিনটার দিকে একটি ডাকাতির ঘটনা ঘটে৷ এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮জনকে আসামি করে ভুক্তভোগী পরদিন পটিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। সে ঘটনায় মূলহোতা লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছায় রক্তদানে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, শীর্ষক সেমিনার এপিক ব্লাড ব্যাংকের
পরবর্তী নিবন্ধফেনীতে পানিতে ডুবে রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু