পটিয়ায় ট্রান্সফরমারের আগুনে পুড়ল ৩০ বসতঘর

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৩০টি বসতঘর। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া আল্লাই ১ নং ওয়ার্ড মডেল মসজিদের পাশে মাস্টার কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিটের আগুন স্থানীয় ফোম ফ্যাক্টরির চালায় পড়ে আগুনের সূত্রপাত হয়। এতে দুর্ঘটনায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই কলোনিতে ইন্দ্রপুল লবণ শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষের বসবাস ছিল। অগ্নিকাণ্ডে কলোনির ৩০ বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে শ্রমিকরা নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় শাহাদাত হোসেন অভি জানান, রাত ১টার দিকে কলোনির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিটে আগুনের সৃষ্টি হয়। এ আগুনের শিখা পার্শ্ববর্তী তালুকদার ফোম ফ্যাক্টরির চালায় পড়লে সেখানে থেকে আগুন দ্রুত কলোনির বসত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, আগুন লাগার পর স্থানীয়রা জরুরি পরিষেবা নম্বর ৯৯৯এ ফোন দেয়। পরিষেবা থেকে আমাদের অবগত করার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের গাড়ির পানির স্টক শেষ হয়ে গেলে পার্শ্ববর্তী মডেল মসজিদের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পাশের পুকুরের পানি দিয়ে আগুন নিভাতে চেষ্টা করি। তিনি জানান, ফোম কারখানার কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধএবার ১৩০ টাকা ডজন দামে ডিম বিক্রি
পরবর্তী নিবন্ধইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর, নিহত ১