পটিয়ায় গার্ডিয়ান কালচারাল একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

মাহে রবিউল আউয়াল উপলক্ষে গার্ডিয়ান কালচারাল একাডেমি দক্ষিণ জেলার উদ্যোগে গত শুক্রবার পটিয়ার একটি কনভেনশন হলে নাতে রাসূল (.) ও নানা পরিবেশনা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সভাপতি অ্যাডভোকেট আবু নাসের। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সেক্রেটারী শাহাদাত হোসেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সুস্থধারার সাংস্কৃতিক চর্চা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ ও বিজাতীয় এবং আকাশ সংস্কৃতির কালো থাবায় আমাদের আগামী প্রজন্ম ধবংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে ও সুস্থ সংস্কৃতি বিকাশে এবং সুস্থ ধারার সংস্কৃতিকে লালন করতে গার্ডিয়ান কালচার একাডেমি কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআমি তো নৌকা চালাই না, মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব করব : সাখাওয়াত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন