পটিয়ায় গাছ থেকে পড়ে প্রাণ হারালেন মোহাম্মদ কালু (৫৫) নামে এক দিনমজুর। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত কালু উপজেলার কেলিশহর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।
পটিয়া থানার এসআই ওবায়েদ উল্লাহ নয়ন জানান, বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে একটি গাছের ঢাল কাটতে উঠে কালু। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায় সে। কালু শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত ছিল। গাছ থেকে পড়ে সে শ্বাস–প্রশ্বাস নিতে পারছিলেন না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।