আম পাড়া হলো না পটিয়ায় স্কুলছাত্র মোহাম্মদ শিহাবের (১১)্। গাছে দেখা একটি পাকা আম পাড়তে উঠে এ স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা এলাকায় তার নিজ বাড়ির উঠোনে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শিহাব ওই এলাকার মোহাম্মদ জামালের ছেলে। সে স্থানীয় দক্ষিণ মালিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
নিহতের পিতা মো. জামাল বলেন, রবিবার বিকালে স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফেরার পর শিহাব বাড়ির উঠানে গাছে পাকা আম দেখে আমগুলো পাড়তে উঠে। আম পাড়ার সময় অসাবধানবশত হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান জানান, বাড়ির উঠোনে আম গাছ থেকে পড়ে মোহাম্মদ শিহাব নামের ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জেনেছি। নিহতের লাশ চমেক মর্গে রয়েছে।