আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা মো: মুক্তার শাহকে (৪০) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাটস্থ কাঁচা বাজারে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা শাহ্ বাড়ির মো: শামছুল ইসলাম ও মৃত নুর জাহান বেগম দম্পতির পুত্র।
জানা গেছে, গত ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া চৌধুরী ডেইরী ফার্ম থেকে ১৯টি গরু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় খামার মালিক হেলাল চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেন। এরপর পুলিশ সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের দলনেতা মোঃ মুক্তার শাহ (৪০) কে গ্রেফতার করে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর জানান, গ্রেপ্তারকৃত মো: মুক্তার শাহ্ আন্ত:জেলা গরু চোর চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।