নয় বছর পর খুলছে কবাখালী বাজার

পাহাড়িদের বর্জন প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৯ বছর পর আজ থেকে খুলছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজার। অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সালের ১৪ ডিসেম্বর থেকে বাজারটি বর্জন করে আসছিল স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন যাবৎ বাজারটি বন্ধ থাকায় বাজারের অধিকাংশ ব্যবসায়ী মূলধন হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বাজারটি চালু করার উদ্যোগ গ্রহণ করে দীঘিনালা জোনের সেনাবাহিনী। এই উদ্যোগের আওতায় সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বাজারটি চালু করার বিষয়ে কয়েক দফা আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও দীঘিনালা জোন যৌথভাবে আয়োজন করে মতবিনিময় সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দীঘিনালা সেনাজোনের অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, জাতিগত ভেদাভেদ পরিহার করে এ অঞ্চলের সকল জনগোষ্ঠীর সামগ্রিক স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পারস্পারিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, কোনো অপরাধীকে জাতিগত দৃষ্টিকোণ থেকে না দেখে শুধুমাত্র একজন অপরাধী হিসাবে দেখার মানসিকতা সৃষ্টি করতে হবে। যে অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ৯ বছর কবাখালী বাজারটি বর্জন করা হয়েছিল তাতে করে বাজারের ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগামী দিনে যাতে এ ধরনের কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারপরও যদি কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে সকলে মিলেমিশে তা সমাধান করতে হবে। পরিশেষে এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমাসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে বর্জন কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সোমবার থেকে বাজারটি পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দীর্ঘদিন পর বাজার চালুর খবরে বাজারের ব্যবসায়ীদের মাঝে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। উল্লেখ, ২০১১ সালের ১৪ ডিসেম্বর একটি অপ্রত্যাশিত ঘটনায় চিকন মিলা চাকমা নামে এক পাহাড়ি মহিলার প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে বাজারটি বর্জন করে আসছিল স্থানীয় পাহাড়িরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২ ঘণ্টার পরিবহন ঘর্মঘট
পরবর্তী নিবন্ধগুগল-ফেইসবুক থেকে বকেয়া শুল্ক আদায়েও আদালতের নির্দেশ