রাস্তার উপর অবৈধভাবে গেইট বসিয়ে সড়কের কিছু অংশ বাড়ির সীমানার ভেতর ঢুকানো হয়েছে। আবার সেফটি ট্যাংক স্থাপন না করে ভবনের টয়লেট স্থাপন করা হয়েছে সরাসরি নালার উপর। গতকাল বুধবার নগরের বায়েজিদ বোস্তামি থানার আলমগীর সড়কে উচ্ছেদ অভিযানে গিয়ে এমন দৃশ্য দেখতে পায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের টিম। অভিযানে ভবনটির গেইটের কিছু অংশ ভেঙে দেয়া হয়। পরে ভবন মালিকের আবেদনের প্রেক্ষিতে তিনদিন সময় দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী। তিনি দৈনিক আজাদীকে বলেন, নিজ দায়িত্বে টয়লেট ভাঙার পাশাপাশি গেইট উচ্ছেদ ও রাস্তা দখলমুক্ত করবেন প্রতিশ্রুতি দিয়ে তিনদিনের সময় চেয়েছেন ভবন মালিক। তাই সময় দিয়েছি। এর আগে পশ্চিম ষোলশহর ওর্য়াডস্থ নাজির পাড়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইনের পাশের রাস্তা, ফুটপাত ও নালার উপর থেকে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলেও জানান তিনি।